ভ্রাম্যমান প্রতিনিধি:
দক্ষিণ বাংলা বাউল পরিষদ কমিটির সকল পদ পদবী ও সদস্য পদ বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। দক্ষিণ বাংলার ৭টি উপজেলার ৬৩ জন গরিব অসহায় আধ্যাত্মিক বাউল শিল্পিদের নিয়ে গঠিত হয় এই পরিষদ।
বাউল সম্মেলনের মাধ্যমে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারকে আজীবন প্রধান উপদেষ্টা ও কেশবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ ৫জন বিশিষ্ট সংগীতামোদী ব্যক্তিকে উপদেষ্টা করে এবং ডাঃ গোলাম মোস্তফাকে সভাপতি (বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব) এবং এস এম সিরাজুল ইসলাম পরিচালক লোকজ একাডেমি, কণ্ঠশিল্পী বাংলাদেশ বেতার খুলনা ও বিশিষ্ট গীতি্ কবিকে উপস্থিত সকলের সম্মতিক্রমে কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বিশেষ কারণে কেশবপুর উপজেলা কমিটির সকল পদ পদবী ও সদস্য পদ বিলুপ্তি ঘোষণা করা হল। অদ্য ঘোষণা পত্র পাওয়ার তারিখ থেকে আগামী দিনগুলিতে দক্ষিণ বাংলা বাউল পরিষদ নামে কোন সংগঠন কেশবপুর উপজেলায় রইলো না। আগামীতে যে কোন সময়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা যেতে পারে। মর্মে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম ২৪/০১/২৪ তারিখে স্বাক্ষরিত যুক্ত বিবৃতি প্রদান করছেন।