আন্তর্জাতিক ডেস্ক:
শক্তিশালী টাইফুন খানুনের তাণ্ডবে দক্ষিণ কোরিয়ায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত খানুনের প্রভাবে দেশব্যাপী ৪০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তিন হাজারেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার সকালে কোরিয়ার জেজু দ্বীপসহ দক্ষিণ গিয়াংসাং প্রদেশের জিওজেতে এবং জিওংনাম মধ্যবর্তী দক্ষিণ উপকূলে তাণ্ডব চালায় শক্তিশালী টাইফুন খানুন।
দেশটির আবহাওয়া অধিদফতর বলছে বৃহস্পতিবার টাইফুন কানুন রাত ১১টায় সিউল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থান করবে। রাজধানীতে মধ্যরাত পর্যন্ত মেট্রোপলিটন এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
কোরিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, কানুন পূর্ব গিয়াংগি প্রদেশের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ৬৭ বছর বয়সী একজন ব্যক্তিকে দুপুর ১ টার দিকে দায়েগুতে একটি ব্রিজের নীচে মৃত অবস্থায় পাওয়া গেছে। কর্তৃপক্ষের মতে, একই শহরে দুপুর ২টা প্লাবিত স্রোতে পড়ে হুইলচেয়ারে থাকা আরেক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
দেশটির দক্ষিণ জলসীমায় সমস্ত সমুদ্র ভ্রমণ রুট বন্ধ করে দেয়া হয়েছে। বিঘ্ন ঘটেছে সারা দেশে রেল পরিষেবাগুলোও। দক্ষিণ উপকূলীয় অঞ্চলের পাশাপাশি গ্যাংওয়ান প্রদেশের তায়েবেক এবং গিয়াংবুক লাইন এবং দক্ষিণ গিয়াংসাং প্রদেশের ডোংহাই লাইনের সকল ট্রেন পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে।
কোরিয়া বিমানবন্দর কর্পোরেশনের তথ্য অনুসারে, জেজু দ্বীপের ফ্লাইটসহ দেশব্যাপী প্রায় কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়েছে।