আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে একটি গ্যাস ট্যাংকারে বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। খবর বিবিসির।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বক্সবার্গ এলাকার ওআর ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের কাছে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ট্যাংকারে ওই বিস্ফোরণ ঘটে।
ট্যাংকারটি একটি সেতুর নিচে আটকে ছিল বলে জানা গেছে। এ সময় আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছায়।
জরুরি পরিষেবা দপ্তরগুলো থেকে জানা যায়, বিস্ফোরণের কারণে সেখানকার ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগের ছাদ ভেঙে পড়েছে। এ ছাড়া দুটি বাড়ি এবং বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। বিস্ফোরণের সময় সেখানকার পথচারীরাও আহত হয়েছেন।
দেশটির জরুরি পরিষেবার মুখপাত্র উইলিয়াম অ্যানটলাদি বলেন, একটি সেতুর নিচে থাকা অবস্থায় ট্যাংকারটিতে আগুন লেগেছিল। এ ঘটনার তদন্ত চলছে।