নড়াইল অফিস :
থ্যালাসেমিয়া রোগমুক্ত বিশ্ব গড়তে ভারতের কলিকাতা থেকে পায়ে হেটে নড়াইলে এসেছেন পশ্চিমবঙ্গের মালদহের আলমগীর খান। গত ৮ ফেব্রæয়ারী কলিকাতা হাটা শুরু করেন স্বামী বিবেকানন্দ বিশ্ব বিদ্যালয়ের অনার্সের এই ছাত্র।
গড়ে প্রতিদিন ২৫/৩০ কিলোমিটার হেটে ২১ ফেব্রæয়ারী মহান ভাষা দিবসে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা শেষ করবেন তিনি। হাটার ৭ম দিনে নড়াইল শহরের পুরাতন টার্মিনাল এলাকা থেকে হাটা শুরু করেন। এই পথে লোহাগড়া-ফরিদপুর-ভাঙ্গা-মাওয়া হয়ে ঢাকায় পৌছাবেন। কলিকাতা-হাবড়া-গঙ্গা-বেনাপোল-যশোর হয়ে ১৩ ফেব্রæয়ারী সন্ধ্যায় নড়াইল পৌছান।
পথে নানা জায়গায় পথচারীদের ডেকে তাদেরকে থ্যালাসেমিয়া রোগ সর্ম্পকে অবগত করেন,প্রত্যেককে রক্তদানে উদ্বুদ্ধ হতে বলেন। নিজে ১০ বার রক্ত দিয়ে চাঙ্গা থেকে হাটছেন,এটাই তার শক্তি।
পায়ে হেটে কলিকাতা থেকে ৩১০ কিলোমিটার পাড়ি দিয়ে ঢাকায় পৌছে তিনি বিশ^কে থ্যালাসেমিয়া মুক্ত করতে বার্তা দিতে চান। তার সঙ্গী আবিদ “একটু হাসি” স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তযোদ্ধা। তিনি নড়াইলের সিমান্তে গোপালগঞ্জের আরেক কর্মীর কাছে পৌছে দেবেন আলমগীরকে এভাবে চলবে আলমগীরের সংগ্রামী পদযাত্রা।