হোম খুলনানড়াইল থানায় অভিযোগ দেয়ার পরও নড়াইলে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ 

থানায় অভিযোগ দেয়ার পরও নড়াইলে চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণ 

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় ছয় লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আসাদুল খন্দকার। সদর থানার আগদিয়া গ্রামে গত বুধবার (২৯ অক্টোবর, ২০২৫) রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

চাঁদা দাবি হুমকি: ভুক্তভোগী আসাদুল খন্দকারের দাবি, গত সোমবার (২৭ অক্টোবর) রাতে অপরিচিত নম্বর থেকে তার মুঠোফোনে কল আসে। ফোনে তার কাছে লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং চাঁদা দিতে অস্বীকার করলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সন্ত্রাসীরা তার ছেলেমেয়ের তথ্য দিয়েও হুমকি দেয় বলে তিনি জানান।

এই ঘটনায় আসাদুল খন্দকার পরদিন মঙ্গলবার (২৮ অক্টোবর) সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।থানায় অভিযোগ দায়েরের পরের দিনই, বুধবার (২৯ অক্টোবর) রাতে আসাদুল খন্দকারের বাড়ির উঠানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পর হুমকিদাতারা পুনরায় ফোন করে আসাদুলকে বলে, “তুই বলছিলি যা পারি করতে। দেখছিস পারি কি না?”

ককটেল বিস্ফোরণে কেউ হতাহত না হলেও, আসাদুল খন্দকার তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আসাদুল খন্দকার অভিযোগ করেন, হুমকিদাতাদের মোবাইল নম্বরসহ থানায় অভিযোগ দিয়ে আসার পরও পুলিশ কোনো খোঁজ নেয়নি, কিন্তু সন্ত্রাসীরা ঠিকই বোমা মেরে তাদের কথা রেখেছে। বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়। নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জামিল কবির ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হযবে , সে ব্যাপারে কোন তথ্য দিতে চাইনি। 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন