হোম আন্তর্জাতিক তেল উত্তোলন ৩০ শতাংশ কমাতে পারে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব। ক্রেতা না পেলে আগামী এপ্রিল থেকে অপরিশোধিত তেলের উত্তোলন ৩০ শতাংশ কমিয়ে দিতে পারে রাশিয়া। সে ক্ষেত্রে বিশ্বকে তেল সরবরাহে ভয়াবহ সংকটের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা-আইইএ।

ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে মস্কোর ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার পর শুধু রাশিয়া নয়, বিশ্বব্যাপী প্রভাব পড়তে শুরু করেছে। তবে এই সংকট আরও গভীর হতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। বিশেষ করে জ্বালানি তেলের যে চাহিদা তা পূরণ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার যে চেষ্টা চলছে, তাতে পশ্চিমা দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করছেন তারা।

মস্কোর ওপর যুক্তরাষ্ট্রের ক্রমাগত নিষেধাজ্ঞার জেরে রাশিয়ার তেল নেওয়া থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশ। আর ক্রেতা কমে গেলে আগামী মাস থেকেই তেল উৎপাদন ৩০ শতাংশ কমিয়ে আনতে পারে দেশটি। সে ক্ষেত্রে বিশ্বব্যাপী তেল সরবরাহে ভয়াবহ সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ।

সংস্থাটির সবশেষ জ্বালানি বাজারের প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার জেরে এপ্রিল থেকে তেলের দৈনিক উৎপাদন ৩০ লাখ ব্যারেল কমিয়ে ফেলতে পারে রাশিয়া। তবে এ সংকট একমাত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতই পূরণ করতে পারে। ওপেকের অন্য দেশগুলোও চুক্তি ও চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়াতে পারে বলে জানায় সংস্থাটি।

কিয়েভে সামরিক অভিযানের জেরে চলতি মাসের শুরুতে রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। যা রাশিয়ার মোট ১৩ শতাংশ রপ্তানিতে প্রভাব ফেলেছে। রাশিয়া থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে দেশটির সঙ্গে যৌথভাবে পরিচালিত বিভিন্ন আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন