হোম আন্তর্জাতিক তৃতীয় লিঙ্গের দুই ব্যক্তিকে পাথর মেরে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

পাথর মেরে ও ছুরিকাঘাত করে তৃতীয় লিঙ্গের দুইজন মানুষকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দারাবাদে। পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২০ জুন) রাতে হায়দারাবাদের দাইবাগ এলাকায় তৃতীয় লিঙ্গের দুই ব্যক্তি স্কুটারে করে বাড়ি ফিরে যাচ্ছিল। এ সময় ছুরি ও পাথর নিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়।

ভুক্তভোগী ওই ব্যক্তির পরিচয় জানিয়েছে পুলিশ। তারা হলেন যথাক্রমে ইউসুফ ওরফে ডালি (২৫) ও রিয়াজ ওরফে সোফিয়া (৩০)। কারা এ হামলা চালিয়েছে তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন