হোম খুলনাযশোর তৃণমূল বিএনপির প্রার্থী মোস্তাফা বনি’র মতবিনিময় ও মোটরসাইকেল শো-ডাউন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোর-৫ মনিরামপুর আসনের তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আশঁ প্রতীকের এমপি পদ প্রার্থী সাবেক মেজর আবু নসর মোস্তাফা বনি ভোটারদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে তিনি মত বিনিময় ও মোটরসাইকেল শো-ডাউন করেন।

জানা গেছে, মঙ্গলবার দপুরে তৃণমূল বিএনপি মনোনীত আবু নসর মোস্তাফা বনি নিজ বাড়ি সাতগাতী গ্রাম থেকে শতাধিক মোটরসাইকেল যোগে নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রধান নির্বাচনী এজেন্ট ইবনে ফয়সাল রানার নেতৃত্বে উপজেলার খাটুয়াডাঙ্গা, নেহালপুর, কালিবাড়ি, মশিয়াহাটি, টেকারঘাট, কুলটিয়াসহ মনিরামপুরের বিভিন্ন স্থানে ভোটারদের সাথে মতবিনিময় করেন মোস্তাফা বনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন