আন্তর্জাতিক ডেস্ক :
তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জন হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, প্রায় ৫৮ জনকে খনি থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ডজনেরও বেশি এখনও খনিতে আটকা রয়েছেন। খবর আল জাজিরার।
শুক্রবার(১৪ অক্টোবর) বিস্ফোরণের সময় এই খনির ৩০০ মিটার গভীরে প্রায় ১১০ জন মানুষ ছিলেন। ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সংবাদ মাধ্যমকে বলেন, আমরা ধারণা করছি এখন পর্যন্ত ১৫ জন শ্রমিক ভিতরে আটকে রয়েছে। আমরা তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। তিনি আরও জানান, প্রায় ৪৯ জন মানুষ ৩০০ থেকে ৩৫০ গভীরে ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করছিলেন।
কি কারণে বিস্ফোরণ ঘটেছে এখন জানা না গেলেও ইতমোধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে, ফায়ারড্যাম্পের কারণে বিস্ফোরণ ঘটেছে। তিনি আরও জানান, খনির ভিতরে আংশিক ধসে পড়েছে।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা বেঁচে আছেন তারা গুরুতর আঘাত পেয়েছেন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে পারেন বলে ধারনা করা হচ্ছে।
তুরস্কে ২০১৪ সালেও কয়লা খনিতে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছিল। দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকা সোমায় সেই দুর্ঘটনায় ৩০১ জন মারা যায়।