হোম আন্তর্জাতিক তুরস্কে কারখানায় বিস্ফোরণ, ৫ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি রকেট অ্যান্ড এক্সপ্লোসিভ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার পাঁচ শ্রমিক মারা গেছেন। শানিবার (১০ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

আঙ্কারা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এমকেই রকেট অ্যান্ড এক্সপ্লোসিভ ফ্যাক্টরিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আঙ্কারার গভর্নর ভাহাপ সাহিন বলেন, কারখানার কমীরা বলেছেন, ‘কেমিক্যাল পরীক্ষা চালানোর সময় কারখানাটির ডিনামইট বিভাগে বিস্ফোরণ ঘটে।’

সাহিন বলেন, ‘বিস্ফারণে ৫জন শ্রমিক মারা গেছে। তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। এছাড়া ধ্বংসস্তুপে আরও ৫জন শ্রমিক আটকা পড়েছিলো। আমরা তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহত কর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ইতোমধ্যেই ঘটনাস্থলে তদন্ত শুরু হয়ে গিয়েছে।

সংবাদমাধ্যম আরও জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন