হোম অন্যান্যসারাদেশ তিন মাসে ঠান্ডাজনিত রোগে ১০৯ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ঋতু পরিবর্তনের কারণে সারা দেশে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুখসহ শীতকালীন বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এর মধ্যে ঠান্ডাজনিত রোগে গত ১৫ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে সারা দেশে ১০৯ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৫ নভেম্বর থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ৮৪ হাজার ৬০৯ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছে ১০৬ জন। এছাড়া, শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয় চার লাখ পাঁচ হাজার ৩৩১ জন। যার মধ্যে মারা গেছে তিনজন। এছাড়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত রোগ বা অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে (এআরআই) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৩ জন। আর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এক হাজার ৪৯৬ জন।’

আইসিডিডিআরবির তথ্য বলছে, ‘বাংলাদেশে প্রতি বছর পাঁচ বছরের নিচে প্রায় ২৪ হাজার ৩০০ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। সেই হিসেবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ৬৭ জন। যার ৫২ শতাংশ শিশু কোনো চিকিৎসা না পেয়ে বাড়িতেই মারা যাচ্ছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন