হোম অন্যান্যসারাদেশ তিন দিনের মধ্যে শুরু হবে সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কাজ — পানি সম্পদ সচিব

তিন দিনের মধ্যে শুরু হবে সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের কাজ — পানি সম্পদ সচিব

কর্তৃক
০ মন্তব্য 76 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেছেন, ঘূর্ণিঝড় আম্পানে সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ও শ্যামনগর উপজেলার গাবুরা, পদ্মপুকুর ও বুড়িগোয়ালিনী এবং খুলনার বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক জায়গায় মেরামতও করা হয়েছে।

নদীতে প্র্বল জোয়ারের কারণে কাজ করা কঠিন হচ্ছে। তারপরও আগামী তিন দিনের মধ্যে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে। তিনি আরো বলেন, কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর তত্বাবধানে ও কিছু কিছু জায়গায় সিভিল প্রশাসনের ত্বাবধানে বেড়িবাঁধ সংস্কার করা হবে।

তবে, বেড়িবাঁধ ভাঙার বিষয়ে তিনি বলেন, বেড়িবাঁধ ভাঙনের জন্য শুধু প্রাকৃতিক দুর্যোগই দায়ী নয়। এজন্য যারা বেড়িবাঁধ ছিদ্র করে অবৈধভাবে নদী থেকে পানি নিয়ে মৎস্য ঘের করছেন তারাও দায়ী। শনিবার সকালে প্রলংকারী ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী, গাবুরা, পদ্মপুকুর ও আশাশুনির প্রতাপনগর এবং খুলনার কয়রার বিভিন্ন এলাকায় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইফসুফ হারুন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আবুজার গিফারী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন