হোম অর্থ ও বাণিজ্য তিন খাতে বিনিয়োগের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাণিজ্য ডেস্ক:

দেশের জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

রোববার (৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস কনফারেন্স উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা।

ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশের জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হবে।

এসময় ৪টি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার আশা প্রকাশ করেন ব্যবসায়ীরা। তারা বলেন, প্রতি বছর ২ দশমিক ৪৭ মিলিয়ন মানুষ বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা সেবা নিতে আসেন। বাংলাদেশিরা প্রতিবছর ভারতে চিকিৎসা খরচ বাবদ ৫০০ মিলিয়নের বেশি ডলার ব্যয় করেন।

চিকিৎসা প্রত্যাশীদের দক্ষিণ ভারতমুখীতার বদলে পশ্চিমবঙ্গে উন্নত চিকিৎসার পাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান ভারতীয় ব্যবসায়ীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন