অনলাইন ডেস্ক:
টাঙ্গাইলের ভূঞাপুরে এক ব্যক্তির তিনবার করোনা পরীক্ষার পর অবশেষে করোনা শনাক্ত হয়েছে। তিনি গাজীপুরে একটি ওয়ার্কশপে কাজ করতেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহীউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তি উপজেলার অলোয়া ইউনিয়নের চরনিকলা গ্রামের বাসিন্দা। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ছয় জনে।
ডা. মো. মহীউদ্দিন বলেন, ‘আক্রান্ত ব্যক্তি গাজীপুরে একটি ওয়ার্কশপে কাজ করতেন। গত ৩ এপ্রিল গ্রামের বাড়ি চরনিকলাতে আসেন তিনি। এরপরই তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ফলাফল নেগেটিভ আসে। এরপর টাঙ্গাইল থেকে আবার তার নমুনা পরীক্ষা করা হলে সেখানেও নেগেটিভ আসে। তখন তিনি অসুস্থ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো করা হয়। এরপর ঢাকা থেকে এসে ওই রোগী সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল হাসপাতালে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন পারভীন বলেন, ‘আক্রান্ত ব্যক্তির বাড়িসহ পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট সেন্টারে পাঠানো হয়েছে।’ প্রসঙ্গত, এ নিয়ে জেলায় একই পরিবারের পাঁচজনসহ করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। এদের মধ্যে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। আরও দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।