হোম অন্যান্যশিক্ষা তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সম্ভব কি না, যাচাই করবে কমিটি

তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সম্ভব কি না, যাচাই করবে কমিটি

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

অনলাইন ডেস্ক:

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সম্ভাবনা যাচাই করতে এক সপ্তাহের মধ্যে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম।

তিনি জানান, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া খুব কঠিন। তবে ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এছাড়া তিতুমীর কলেজের ১০ একর জমি রয়েছে। কমিটি সব বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে।

এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে গতকাল সোমবার সোমবার (১৮ নভেম্বর) রাজধানীর মহাখালী রেলগেট, আমতলীসহ আশপাশের বিভিন্ন জায়গা অবরোধ করে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ হয়ে যায় রাস্তা ও রেলপথ। এদিন রাতে সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আন্দোলন করে শিক্ষার্থীরা। সকাল থেকেই তিতুমীর কলেজে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা যায়। তবে এ বিষয়ে যৌক্তিক সমাধানের লক্ষ্যে আন্দোলনরতদের প্রতিনিধি দলকে ডাকে শিক্ষা মন্ত্রণালয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন