হোম আন্তর্জাতিক তিউনিশিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, প্রাণ গেল ১৩ জনের

তিউনিশিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, প্রাণ গেল ১৩ জনের

কর্তৃক Editor
০ মন্তব্য 93 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিশিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবে কমপক্ষে ১৩ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন আরও ২৭ জন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদন মতে, তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ সুদানি অভিবাসী মারা গেছেন এবং আরও ২৭ জন নিখোঁজ হয়েছেন বলে তিউনিশিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, নৌকায় থাকা মাত্র দুইজন বেঁচে গেছেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

নৌকাটি স্ফ্যাক্স শহরের কাছে অবস্থিত ছোট শহর জেবিনিয়ানা ছেড়ে যাওয়ার পর সর্বশেষ এই বিপর্যয়ের ঘটনা ঘটে। তিউনিশিয়ার মোনাস্তির শহরের বিচার বিভাগের মুখপাত্র ফরিদ বেন ঝা বলেন, ঘটনার তদন্ত চলছে।

আফ্রিকা থেকে ইউরোপে যেতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে। এছাড়া প্রায় ১০ মাস ধরে সুদান গৃহযুদ্ধে নিমজ্জিত রয়েছে। প্রাণঘাতী এই সংঘাতের কারণে কমপক্ষে ৯০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন