হোম অন্যান্যসারাদেশ তাড়াইলে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি :

তাড়াইলে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সারোয়ার (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

১০ আগস্ট মঙ্গলবার ভোরে উপজেলার ধলা ইউনিয়নের ধলা উত্তরপাড়া গ্রামের ৮ বছরের এক শিশু ঘুম থেকে উঠে বাড়ির পাশের টিউবওয়েলে হাত- মুখ ধোয়ার জন্য গেলে সারোয়ার শিশুটিকে জোর করে রান্নাঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। সে সময় শিশুটির ডাক চিৎকার শুরু করলে সারোয়ার পালিয়ে যায়।

এ ঘটনায় বিকেলে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করা হয়। ওইদিন রাতে পুলিশ ধলা উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত সারোয়ারকে গ্রেপ্তার করে। সারোয়ার ধলা উত্তরপাড়া গ্রামের আবু কালামের ছেলে।

তাড়াইল থানার ওসি মোঃ জয়নাল আবেদীন সরকার বলেন, আসামিকে আজ বুধবার কোর্টে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন