হোম অন্যান্যসারাদেশ তাহিরপুরে বিএনপির বিক্ষোভ”মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মুরাদ মিয়া, সুনামগঞ্জ :

উল্লেখ্য সারা দেশে ন্যায় কেন্দ্রীয় বিএনপির দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচীর অংশ হিসাবে সুনামগঞ্জ জেলার বিএনপির উদ্যোগে তাহিরপুর উপজেলায় জ্বালানিসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টা’সময় উপজেলার তাহিরপুর বাজার বিএনপি অস্থায়ী কার্যালয়ের এর সামনে অঙ্গ সংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ,বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলা বিএনপি’র রাজনৈতিক কার্যক্রম পরিচালনা কমিটির ১ম সদস্য জনাব আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জুনাব আলী’র সঞ্চালনায় উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি সহ-সভাপতি নাদের আহমেদ, আব্দুল মোতালেব খাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি, কৃষকদলের আহবায়ক, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,তাহিরপুর উপজেলা পরিষদে ভাইস-চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি,জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আবুল মনসুর সৌকত,জেলা বিএনপির সহ- সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ- সভাপতি আনসার উদ্দিন, জেলা বিএনপি সহ-সভাপতি সেলিম উদ্দিন আহমদ, জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শান্ত, সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জল, জেলা বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাষ্কর রায়, তাহিরপুর উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ এনামুল হক এনাম, যুগ্ম আহবায়ক আবু সায়েম, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, জেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আবুজর হৃদয়, তাহিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শিপুল প্রমুখ।

এ সময় কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক বলেন,আ,লীগ এই অবৈধ সরকারের জানা থাকা উচিত মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দি খালেদা জিয়ার শক্তি বেশি। এই সরকারের পতন নিশ্চিত জেনেই বিএনপির সকল প্রোগ্রামে পুলিশ দিয়ে হামলা ও গুলি করে হত্যা করছে, একের পর এক মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছে, এর জবাব এই সরকারকেই দিতে হবে।

সমাবেশের পূর্বে সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়, এরপর বিএনপি’র সকল নেতাকর্মীগন বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। এসময় বিএনপি’র নেতাকর্মী সহ অন্যান্য সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীগনও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন