হোম বিনোদন তাহসানের সঙ্গে সাফা কবিরের “বিটার লাভ স্টোরি”

তাহসানের সঙ্গে সাফা কবিরের “বিটার লাভ স্টোরি”

কর্তৃক
০ মন্তব্য 124 ভিউজ

অনলাইন ডেস্ক:

করোনা প্রাদুর্ভাবের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে আবারও ব্যস্ত হয়ে উঠেছেন নির্মাতা, কলাকুশলী ও অভিনয়শিল্পীরা। ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে নতুন নতুন নাটক। আর ঈদকে কেন্দ্র করে অভিনেতা-অভিনেত্রীরাও ফিরেছেন শুটিংয়ে।

ঈদকে কেন্দ্র করে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহও দীর্ঘদিন পর শুটিং শুরু করলেন। ‘বিটার লাভ স্টোরি’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন বান্নাহ। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার সঙ্গে জুটি বেঁধেছেন সাফা কবির।

পরিচালক জানান, ‘নাটকটির গল্পে তাহসান ও সাফা কবিরকে রোমান্টিক চরিত্রে দেখা যাবে। নাটকটিতে প্রেম-মানসিক দ্বন্দ্ব নিয়ে জীবনের গল্প তুলে ধরা হয়েছে।’

আসছে ঈদে নাটকটি একটি টিভি চ্যানেলের পাশাপাশি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন