হোম খেলাধুলা তাসকিনকে হতাশ করে মোস্তাফিজের সতীর্থকে দলে ভেড়ালো লখনউ

তাসকিনকে হতাশ করে মোস্তাফিজের সতীর্থকে দলে ভেড়ালো লখনউ

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
পর্দা উঠেছে আইপিএলের ১৮তম আসরের। এবারের আইপিএলে সুযোগ হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। এরই মাঝে সুখবর দেন পেসার তাসকিন আহমেদ। আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টস তার সঙ্গে যোগাযোগ করেছে বলে জানিয়েছিলেন এই টাইগার পেসার।

কোনো ক্রিকেটারের রিপ্লেসমেন্ট প্রয়োজন হালে তাসকিনকে প্রস্তুত থাকতে বলেছিল লখনউ। তবে তাসকিনকে বেশ হতাশ করেছেন আইপিএলের এই দলটি। শেষ মুহূর্তে তাসকিনকে না নিয়ে মোস্তাফিজুর রহমানের সাবেক সতীর্থকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

শনিবার (২২ মার্চ) আইপিএলের উদ্বোধনী দিনে চোটগ্রস্ত পেসার মহসিন খানের পরিবর্তে সবশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলা মোস্তাফিজের সতীর্থ শার্দুল ঠাকুরকে দলে ভিড়িয়েছে লখনউ।

তাসকিনের বদলে দেশি পেসারের ওপর আস্থা রেখেছে লখনউ। ২ কোটি রুপির বেজ প্রাইজে শার্দুলকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন