নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা নগরঘাটা ইউনিয়ন শাখার আয়োজনে বিএনপি জামাত জোটের নৈরাজ্য, আগুন, সন্ত্রাস, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ত্রিশমাইল মোড়ে রোববার বিকাল ৫টার সময় এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
নগরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপুর সভাপতিত্বে একটি র্যালী বের হয়।
শান্তি সমাবেশে চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন বলেন, বিএনপি জামাত জোটের নৈরাজ্য, আগুন সন্ত্রাস, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সোচ্চার ও প্রতিবাদী হতে হবে। কোন অপশক্তির কাছে মাথা নোয়াতে আমরা রাজি নই। বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারকারীরা গুজব ছড়াচ্ছে।
উক্ত শান্তি সমাবেশের মাধ্যমে দেশবাসীকে এসব গুজবে কান না দেওয়ার আহবান করা হয়।