হোম অন্যান্যসারাদেশ তালায় ৩ ডাকাত সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালা উপজেলায় ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে তাদের জালালপুর ইউনিয়নের চর কানাইদিয়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতকালে দেশীয় অস্ত্র সহ আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের আব্দুল গনি শেখের ছেলে সুমন শেখ(২৭),রাড়ুলী গ্রামের আকবর শেখের ছেলে সিদ্দিক শেখ(৩৫),ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দ্বীন মোহাম্মাদ মীরের ছেলে আলমগীর হোসেন(২৮)।

থানা পুলিশ জানায় , বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া এলাকায় ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় ৩ জন ডাকাতকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছ থেকে ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়।

তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দ্বায়ের করা হয়েছে।মামলা নং-২৪।শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন