হোম অন্যান্যসারাদেশ তালায় ৩০ বোতল ফেনসিডিলসহ  এক মাদক ব্যাবসায়ী আটক 

তালায় ৩০ বোতল ফেনসিডিলসহ  এক মাদক ব্যাবসায়ী আটক 

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

কিশোর কুমার :

তালায়  ৩০ বোতল ফেনসিডিল সহ এক যুবককে আটক করেছে  পুলিশ।আটককৃত ঐ যুবক সাতক্ষীরা সদর উপজেলার দোহাখোলা গ্রামের দুলাল হোসেন পুত্র নাহিদ হোসেন (২৬)।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬এপ্রিল) তালার  সুভাষিণী এলাকায় চেকপোস্ট থেকে  পাটকেলঘাটা  থানার এসআই মোঃ ওহিদুর রহমান ও এসআই আবু তালেবের নেতৃত্বে  চেক করার সময়  ৩০ বোতল  ফেনসিডিল সহ তাকে  আটক করা হয়  । এ সময় তার ব্যাবহারিত মটর সাইকেলটিও  জব্দ করা হয়।

তালা থানার অফিসার ইনচার্জ   মেহেদী হাসান রাসেল  ঘটনার সত্যতা স্বীকার করে জানান,  এ ঘটনায় তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দ্বায়ের করা হয়েছে । আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন