খুলনা অফিস :
উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উৎযাপন পরিষদ’র আয়োজনে আসন্ন শারদীয়া দূর্গাপূজা উৎসবমূখর পরিবেশে উৎযাপনের লক্ষ্যে তালার ১৮৩ টি পূজা মন্ডপের অনুকূলে সরকারী অনুদান বিতরণ করা হয়ছে। বৃহস্পতিবার সকালে তালা সরকারী কলেজ হলরুমে অনুদান বিতরন অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদৎযাপন পরিষদ’র সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সরকারী কলেজ’র অধ্যক্ষ প্রফেসর মনি মোহন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াদিহ মুর্শেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাপড়ী, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস. এম. আজিজুর রহমান রাজু, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ, শালিখা ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, তালা মহিলা ডিগ্রী কলেজ’র সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ’র সাতক্ষীরা জেলা সভাপতি বিশ্বজিৎ সাধু, উপজেলা পূজা উৎযাপন পরিষদ’র সাধারন সম্পাপদক প্রভাষক প্রণব ঘোষ বাবুল, জালালপুর ইউনিয়ন পূজা উৎযাপন পরিষদ’র সভাপতি ইন্দ্রজিৎ দাস বাপী ও উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুল জব্বার প্রমুখ। অনুষ্ঠানে প্রতিটি পূজা মন্ডপের অনুকূলে ৫০০ কেজি চাউল এর মূল্য হিসেবে ১৭ হাজার ৭৫০ টাকা করে বিতরন করা হয়।