হোম অন্যান্যসারাদেশ তালায় স্বাস্থ্য-পরিদর্শক ও প্রকৌশলীসহ ৫ জনের করোনা সনাক্ত, মৃত-১

তালায় স্বাস্থ্য-পরিদর্শক ও প্রকৌশলীসহ ৫ জনের করোনা সনাক্ত, মৃত-১

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

তালায় স্বাস্থ্য পরিদর্শক ডাঃ রাজিব সরদার(৩৬) ও প্রকৌশলী আব্দুল মজিদ(৫৮) সহ নতুন ৬ জনের শরীরের করোনা সনাক্ত হয়েছে । রবিবার(২৮জুন)জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়।

আক্রান্তরা হলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের হাফিজুর রহমান (৫৮) উপজেলা সদরের,জি এম মাসুদুর রহমান(২০), আব্দুল মজিদ মোল্যা(৫৮),দোলেয়ার হোসেন (৪৭)।ইতি মধ্যে গত শুক্রবার করোনা উপসর্গ নিয়ে এক ব্যাবসায়ী মারা যান। আজ তার রেজাল্ট ও পজেটিভ আসে। তালায় সর্বপ্রথম করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হল।

তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান রাসেল জানান, আক্রান্তদের বাসস্থল লকডাউন করা হয়েছে।এসময় তিনি সকলকে সচেতন থেকে সাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন