হোম খুলনাসাতক্ষীরা তালায় সন্ত্রাসী ফারুক জোয়াদ্দারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

তালায় সন্ত্রাসী ফারুক জোয়াদ্দারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ

সংকল্প ডেস্ক:

তালায় সন্ত্রাসী চরমপন্থী ক্যাডার ফারুক জোয়াদ্দার বেপরোয়া এক রুখবে কে শিরোনামে জাতীয় দৈনিক সরেজমিন বার্তা (ঢাকা), দৈনিক বাংলার ভোর( যশোর) ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া মুক্তিযোদ্ধা আ.ক.ম সিরাজ উদ্দীন সরদারের আনিশা ক্লিনিকের সামনে থাকা ৪ টি পাকা দোকান ঘর ২৭ পূর্বে তৈরী করা। তার পুত্র জাহিদুল ইসলামের ২ টি দোকান কসমেটিক্স মালামাল তুলে ব্যবসা করে আসছিল। অপর দুটি দোকানে বিউটি পার্লার ও আট এর দোকান ছিল। গত ৫ ই আগস্ট গনঅভ্যুথানে সরকার ভারতে পালিয়ে যাওয়ার দিনে সন্ত্রাসী ফারুক জোয়াদ্দার এর নেতৃত্বে ৪ টি দোকান ভাংচুর করে নিশ্চিন্ন করে দেয় এবং দোকনে থাকা মালামাল সহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ৪ টি দোকানের পাকা ভিতের উপর পুনরায় আলমত ধ্বংস করতে সিমেন্ট ঢালাই করে দেয় তবুও ৪ টি দোকানের ভিত এর নমুনা দেখা যাচ্ছে। ৫ তারিখ থেকে চাঁদাবাজি দখলবাজী জাতীয় ধ্বংসতœক কাজে লিপ্ত হয় তার বাহিনী। সে সাংবাদিকতা করেনা তবুও ১৪ ই ফেব্রæয়ারী তালা প্রেসক্লাব দখলে করে তাবেদার সাংবাদিকদের সহায়তায় নিজেকে সেক্রেটারী ঘোষনা দিয়ে দখল করে। এছাড়া দৈনিক সাতনদী, দৈনিক যশোর বার্তা,দৈনিক সাতক্ষীরা সংবাদ সহ একাধিক পত্রিকায় তার সন্ত্রাসী কার্যকলাপের সংবাদ প্রকশিত হয়। গত ১৬/০৩/২০২৫ তারিখ পাটকেলঘাটা হাইস্কুল মাঠে বিএনপির দলীয় ইফতার মাহফিলে সংবাদ সংগ্রহে শেষে দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি খাঁন নাজমুল হুসাইন পাটকেলঘাটা হাইস্কুল গেটের সামনে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে সন্ত্রাসী ফারুক জোয়াদ্দার (৪০) খাঁন নাজমুল হুসাইনকে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে প্রতিবাদ করায় সন্ত্রাসী তার জীবন নাশের হুমকি দেয়। তাকে বলে সামনে বিএনপি ভোট না থাকলে তোকে পদ্মা নদীতে মাছ দিয়ে খাওয়ায়ে দিতাম। এ সংক্রান্ত সন্ত্রাসী ফারুক জোয়াদারের হুমকির রেকর্ড ভিডিও ধারন করা হয় এবং পাটকেলঘাটা থানায় সন্ত্রাসী ফারুক জোয়াদ্দার বিরুদ্ধে খাঁন নাজমুল হুসাইন বাদী হয়ে গত ১৭/০৩/২০২৫ তারিখ তার বিরুদ্ধে সাধারণ ডায়েরী করে যার নং-৬৪৮। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দীন সাধারণ ডায়েরীটি রেকর্ড ভুক্ত করে এস আই মোঃ সাখায়েতুল ইসলাম সাধারণ ডায়েরটি তদন্ত করিবেন। সাধারণ ডায়েরীতে বাদী উল্লেখ করেন, গত ২০/০২/২০২৫ তারিখ জাতীয় দৈনিক সরেজমিন বার্তা,দৈনিক বাংলার ভোর,দৈনিক খুলনাঞ্চল সন্ত্রাসী ফারুক জোয়াদ্দার মুক্তিযোদ্ধা আ.ক.ম সিরাজ উদ্দীনের দোকান ঘর ভেঙ্গে নিশ্চিন্ন সহ ৩০ লক্ষ টাকার মালামাল লুট সহ তার সন্ত্রাসী কার্যকলাপের দখলবাজীর সংবাদ প্রকাশ করায় তাকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসী ফারুক জোয়াদ্দার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন