হোম অন্যান্যসারাদেশ তালায় রেইন ওয়াটার হারবেস্টিং প্রকল্পে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :

শুরুতে অনিময় আর নিম্ন মানের সামগ্রী দিয়ে চলছে রেইন ওয়াটার হারবেস্টিং প্রকল্পের কাজ। প্রকল্পের ব্যায় প্রতিটা বেজমেন্টে ৭-৮হাজার টাকা ধরা হলেও নিম্নমানের ইট দিয়ে সেটি ৩হাজার টাকায় শেষ হচ্ছে । এসকল অপকর্মের নেপত্যের নায়ক তালা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরেরর ইজ্ঞিনিয়ার মফিজুল রহমান বলে অভিযোগ স্থানীয়দের।

সরজমিনে গেলে গ্রহক রাঘবকাটি গ্রামের রেজাউল গাজী সহ সিরাজুল শেখ, টিকারামপুর গ্রামের মুজিবর সরদার, লুৎফর সরদার, আজিজ সরদার সহ অনেক জানান, তালা উপজেলায় ৫ টি ইউনিয়নে মোট ১০৬টি প্রকল্প বরাদ্ধের১০লক্ষ ৪০হাজার টাকা বরাদ্ধের কথা শুনেছি। কিন্তু অসাধু ওই কর্মকর্তা কতিপয় ঠিকাদার নিয়োগ করে তাদের যোগসাজশে এক তৃতীয়াংশ ব্যায়ে প্রকল্প থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের অর্থ।

খোঁজ নিয়ে জানা গেছে, ইতিপূর্বে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াস ব্লক প্রকল্পের ১৬ লক্ষটাকা নির্মান ব্যায় ধরা থাকলেও সেখানে নিজস্ব ঠিকাদার নিয়োগের মাধ্যমে নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ করান ওই কর্মকর্তা।তৎকালীন সময়ে এনিয়ে একাধিক বার তার বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি কৌশালে এড়িয়ে যান তিনি ।

নাম প্রকাশে অনিইচ্ছকু তালা উপজেলার এক ঠিকাদার কর্মী জানান, মফিজুর রহমান যোগদানের পর থেকে নিয়মিত অফিস না আসা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন অনিময়ের অভিযোগে তাকে মনিরামপুর থেকে অপসারন করা হয় বলে জানান ওই কর্মী ।

বিষয়টি নিয়ে অভিযুক্ত ওই কর্মকর্তা মফিজুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, প্রকল্পের কাজ শুরু হয়েছে, তবে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হলে সেটি তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়া হবে। এবিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সাথে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠো ফোনটি রিসিভ করেননি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন