হোম অন্যান্যসারাদেশ তালায় মৎস ঘের নিয়ে সংঘর্ষ আহত-৫

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় মৎস ঘের নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জন আহত ও ৪ জনকে আটক করেছে তালা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কুলপোতা গ্রামে।

আহতরা হল, হরিহরনগর গ্রামের মৃত সুলতান শেখের ছেলে ছাত্তার শেখ (৫৫) ও গফফার শেখ (৪৫), মৃত শেখ আবুল খায়েরের ছেলে শেখ আতিকুর রহমান জনি (৩৪), মুনসুর শেখের ছেলে আজমীর শেখ (৩২) ও ছাত্তার শেখের ছেলে সুজন শেখ(২৫)। আহদের মধ্যে থেকে ছাত্তার শেখের অবস্থা অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে ।

স্থানীয়রা জানায়, হরিহননগর এলাকার সাইদ সরদার, সাত্তার শেখ বান্টু সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে ঘের নিয়ে বিরোধ চলে আসছিল । এরই জের ধরে শুক্রবার সকালে স্থানীয় কিছু দখলবাজ ঘেরে গেলে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলে ৫ জন আহত হয়।পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাতে সংঘর্ষের ঘটনায়, ওই এলাকার গোলাপ নবী সরদারের ছেলে বিল্লাল সরদার(৩৫), মোক্তার শেখের ছেলে বান্টু শেখ(৩৫), আব্দুল হাকিম সরদারের ছেলে সাদ্দাম সরদার(৩০), আব্দুল হাকিম সরদারের ছেলে ফটিক সরদার কে (৪৫) পুলিশ আটক করে থানায় নিয়ে যায় ।

খেরশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান রাজু জানান, শুক্রবার সকালের চেয়ারম্যানের ভাই জনি একই এলাকার সাত্তারের ঘেরের ওপর গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তিনি দাবী করেন সংঘর্ষের ঘটনায় মাত্র দুজন আহত হয়েছে।

তালা থানা পরিদর্শক আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এই ঘটনায় চারজনকে আটক করে থানায় একটি মামলা দ্বায়ের করা হয়েছে। মামলা নং- ১৮। শনিবার সকালে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন