হোম অন্যান্যসারাদেশ তালায় বিষপানে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধিঃ 

আনারুল মোড়ল (৪০), নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে উপজেলার মহান্দী গ্রামের  মৃত মোজাম মোড়লের ছেলে। ব্যাক্তিগত জীবনে সে ১পুত্র ও ২কন্যা সন্তানের জনক ছিল।

নিহতের বড় ভাই কামরুল মোড়ল জানায়, সপ্তাহখানেক আগে পারিবারিক অশান্তির কারনে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। গত কাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  মোবাইল ফোনে সে তার স্ত্রীকে বাড়ি ফিরে আসতে বললে স্ত্রী আসতে অস্বীকৃতি জানায়।
সে তখন  অভিমানে  কীটনাশক পান করে। বিষয়টি বুঝতে পেরে আমরা তাৎক্ষনিক ভাবে তাকে  তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্তায় তার মৃৃত্যু হয়। মঙ্গলবার(১২জানুয়ারি)  জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
তালা থানা পরিদর্শক (ওসি) মেহেদী রাসেল ঘটনাটি নিশ্চিত করে  জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দ্বায়ের করা হয়েছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন