তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে দশম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের অপরাধে এক যুবকে ১৫দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে তালা সহকারী ভুমি কমিশানার রুহুল কুদ্দুস এ রায় ঘোষনা করেন। অভিযুক্ত যুবক সাতক্ষীরা সদর উপজেলার মো.হাসান আলী (২৩) মো.ইনছাপ আলীর ছেলে।
এদিকে নববধু তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের উত্তর শারশা গ্রামের নুর নাহার খাতুন (১৬) ও স্থানীয় দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্রী।
তালা সহকারী ভুমি কমিশানার রুহুল কুদ্দুস স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার পারিবারিক সম্মতিতে গোপনে বিয়ে করেন অভিযুক্ত বর ও কনে। আজ সকালে উপজেলা মহিলা কর্মকর্তা নাজমুন নাহার খবর পেয়ে থানা পুলিশের সহয়তা তাদের আটক করে নিয়ে আসে। এরপর বাল্য বিবাহ নিরোধ আইনে অভিযুক্ত যুবককে ১৫দিনের কারাদন্ড প্রদান করা হয়।