তপন চক্রবর্তী বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলা প্রকৌশলী মজিদ মোল্ল্য চাকুরী থেকে অবসরে যাওয়ায় তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় তার কর্মস্থলে উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন রথিন্দ্র নাথ হালদার।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) বিকালে তালা উপজেলা পরিষদ হলরুমে বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা ও নবাগত কর্মকর্তাকে বরণ করে নেওয়া হয়েছে।
তালা উপজেলা প্রকৌশল দপ্তর ও উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর খুলনা’র তত্বাবধায়ক প্রকৌশলী রতন কুমার দে।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র সরকার, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার তারিক-উল-হাসান, সাতক্ষীরা জেলা নির্বাহী প্রকৌশল দপÍরের সহকারী প্রকৌশলী ইয়াকুব আলী প্রমূখ। এছাড়া তালা উপজেলার সকল ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, সড়কের কাজ করার সময়ে কোনো রকম অনিয়ম সয্য করা হবে না। সবাই সমন্নিত ভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
s