বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় পুলিশের এক উপ-পরিদর্শকের পিতা কার্তিক মন্ডলকে (৫০) মারপিট করার অভিযোগ উঠেছে গগন মোড়ল নামে এক সন্ত্রাসীর বিরুদ্ধে। এর আগেও গত ইউপি নির্বাচনে জয়ী হওয়ার পরে ওই উপ-পরিদর্শকের ভাই ব্রোজেন মন্ডলকে মারপিট করে জখম করে ওই সন্ত্রাসী। পুলিশে কর্মরত ওই উপ-পরিদর্শক লিটন দাশ বর্তমানে র্যাব-২ ঢাকাতে কর্মরত আছেন।
শুক্রবার (২৫ ডিসেম্বার) বিকালে তালা উপজেলার কাটবুনিয়া গ্রামে এই মারপিটের ঘটনা ঘটে। সন্ত্রাসী গগন মোড়ল মহান্দী বিল এলাকার মৃত কায়ছেদ মোড়লের ছেলে । তার বিরুদ্ধে এর আগেও এলাকা একাধিক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ রয়েছে। অথচ বারবার এমন সন্ত্রাসী কর্মকান্ড চালালেও গগনের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওই গ্রামবাসির ।
নাম প্রকাশ না করার শর্তে (হামলার ভয়ে) স্থানীয় এলাকাবাসি জানান,খলিলনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এসএম আজিজুর রহমান রাজু’র আর্শীবাদ পুষ্ট হওয়ায় গনন মোড়ল নিজে ধরাকে সরাজ্ঞান করে চলেছে। গত ইউপি নির্বাচনে তিনি (রাজু) জয়ী হওয়ার পরে সন্ত্রাসী গননকে ফুলের মালা দিয়ে এলাকায় বিজয়ী মিছিল করেন চেয়ারম্যান।
মিছিল শেষে রাতে কাটবুনিয়া গ্রামে প্রতিপক্ষ নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা চালায় গগনসহ তার বাহিনী। এসময় পুলিশের উপ-পরিদর্শক লিটন দাশের ভাই ব্রোজেন মন্ডলকে পিটিয়ে মারাত্মক আহত করে সন্ত্রাসী গগন সহ তার বাহিনী । সামনে ইউপি নির্বাচন এগিয়ে আসায় সন্ত্রাসী গগন মোড়ল আবারও বেপরোয়া হয়ে উঠেছে।
কাটবুনিয়া গ্রামের ব্রোজেন মন্ডল জানান, গগণ একের পর এক অপরাধ করলেও চেয়ারম্যানের কারণে বারবার ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। তার অত্যাচারে গ্রামের কেউ কথা বলতে পারে না। সে বহালতবিয়াতে এলাকায় ঘোরা-ফেরা করছে। আর হিন্দুদের উপর নির্যাতন করে। আহত কার্তিক মন্ডলের ছেলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিটন মন্ডল জানান, সন্ত্রাসী গগন মোড়লসহ তার বাহিনী তার বাবাকে মারপিট করে আহত করেছে । এরআগেও তার ভাই ব্রোজেন মন্ডলকে মারপিট করে। তখন অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আক্ষেপ করে বলেন, ‘আমাদের কাটবুনিয়া গ্রামে প্রায় ৭০ ঘর হিন্দু পরিবারের বসবাস। এখানে গননের সন্ত্রাসী কর্মকান্ডের কারনে কেউ কথা বলতে পারেনা। আর কতদিন আমরা নির্যাতিত হবো এবং এভাবে মার খাবো। আমরা এর বিচার চাই।’ এই বিষয়টি তালা থানা পুলিশকে জানিছেন বলে জানান তিনি।বিষয়টি নিয়ে খলিলনগর ইউনিয়নের চেয়রাম্যান এসএম আজিজুর রহমান রাজু জানান, ‘গগন আমার সমার্থক। তবে সে ওখানে মারপিট করেছে আমার জানা নেই । যদি করে থাকে অন্যায় করেছে।’ এবিষয়ে তালা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিতিশ কুমার রায় জানান, বিষয়টি আমরা শুনেছি। এবং গননকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
