হোম অন্যান্যসারাদেশ তালায় পলিথিন কারখানার দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালা উপজেলায় আরিফ হোসেন জুয়েল (২২),নামে এক শ্রমিকের পলিথিন কারখানার দূর্ঘটনায় মৃৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৩জানুয়ারি) সন্ধ্যায় জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ গ্রামের মিলন সাধুর, পলিথিন কারখানায়।

নিহত জুয়েল, উপজেলার বড়বিলা গ্রামের শেখ ওয়াজেদ আলীর ছেলে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পলিথিন কারখানার মালিক মিলন সাধুকে (২৮), আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত শ্রমিক দীর্ঘদিন যাবৎ ঐ কারখানায় কাজ করত।

আজ সন্ধ্যায় কারখানায় কাজ করার সময়, মেশিনের ব্লেড ভেঙে মাথায় ও মুখমন্ডলে আঘাত লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানা পরিদর্শক ওসি ওয়াহিদ মুর্শেদ জানান, লাশ উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে। আগামী কাল ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মালিক ও ম্যানেজারকে ডাকা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানান হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন