হোম অন্যান্যসারাদেশ তালায় দুই নবজাতকের লাশ উদ্ধার

তালায় দুই নবজাতকের লাশ উদ্ধার

কর্তৃক
০ মন্তব্য 160 ভিউজ

তপন চক্রবর্তী :
সাতক্ষীরার তালায় সদ্য জন্ম নেওয়া দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে তালা উপ-শহরের মেলাবাজার কপোতাক্ষ নদের তীরে লাশ দু’টি দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসি। পরে পুলিশ যেয়ে তাদের লাশ দু’টি উদ্ধার করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা সম্ভবত ভ্রুণ, তবে নবজাতক দু’টি ছেলে নাকি মেয়ে সেটা সনাক্ত করার উপায় নেই।

তবে স্থানীয়দের ভাষ্য মতে, বুধবার বেলা ১১ টার দিকে তালা মেলাবাজার হতে মাঝিয়াড়া রোডে কপোতাক্ষ নদে দুই জেলে মাছ ধরছিল। এ সময় তারা নদের তীরে দু’টি নবজাতকের লাশ দেখতে পায়। এরমধ্যে একটি লাশ নদ’র মধ্যে এবং অপরটি নদের পাড়ে (প্রায় ১ মিটার উপরে) ছিল। এ সময় জেলেরা স্থানীয় ক’জন যুবককে জানালে, তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতক দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে প্রত্যক্ষদর্শীদের ধারণা, নবজাতক বাচ্চা দু’টি কোন মায়ের পাপের ফসল। ৫/৬ মাস বয়সে গর্ভপাত করে এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নবজাতক দু’টি পুলিশ হেফাজতে রয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন