তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
জাতীয় পার্টিল প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমান হবে ক্ষমতার প্রতিদ্বন্দ্বীতায় আমরা অন্যতম প্রতিদ্বন্দী। আমাদের ছাড়া কোন দলই সরকার গঠন করতে পারবে না। রংপুরে জাতীয় পার্টির বিজয়ের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় পার্টি আজ উজ্জীবিত। সুশাসন ও উন্নয়ন ফিরে পেতে জিএম কাদেরের নেতৃত্বে লাঙল প্রতিক সারাদেশে বিজয়ী হবে। তিনি বলেন, ইভিএমে শান্তিপূর্ণ নির্বাচন হয় না। এটি ভোট কারচুপির মেশিন। আমরা আগামীতে নিরপেক্ষ, দখলমুক্ত নির্বাচন দাবি করছি। রোববার (০১ জানুয়ারী) জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তালায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে, তালা ডাকাবাংলো চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি অ্যাড. জিল্লুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, অধ্যাপক আমজাত হোসেন, মাষ্টার আব্দুল আজিজ, ডা. আকরাম হোসেন, যুগ্মসাধারন সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু, মো. নুরুল ইসলাম মোল্লা, আবুল বাশার, মো. আজিজুর রহমান, জাতীয় পার্টি নেতা মানিক মিয়া, মো. নুরুল ইসলাম খোকা, হাশেম আলী গাজী, মো. মকবুল হোসেন, আসাদুজ্জামান, জাতীয় যুব সংহতি নেতা এসএম তকিম উদ্দীন, লিটন হুসাইন, মোঃ ইকবাল হোসেন শেখ, কাজী আসাদ, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, ছাত্র নেতা কাজী জীবন বারী ও বিএম বোরহান উদ্দীন প্রমুখ।
এরআগে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি বর্নাঢ্য র্যালী তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এছাড়া, সকাল থেকে কোরআন তেলোয়াত এবং সাবেক রাষ্ট্রপতী পল্লীবন্ধু হুসেইন মুহাম্মাদ এরশাদ’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।