হোম অন্যান্যসারাদেশ তালায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার তালায় রুপালি বেগম (৪০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুপালি উপজেলার জেঠুয়া এলাকার মনিরুজ্জামানের স্ত্রী। শুক্রবার (২১ মে) ভোরে বাড়ির পাশের একটি আম গাছে ওড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

সুমন সরদার নামে এক স্থানীয় জানায় , আজ সকালে এলাকাবাসী ঐ গৃহবধুর লাশ দেখতে পয়ে থানা পুলিশকে জানায় । তিনি আরও জানান, এই গৃহবধুর মৃত্যুকে অস্বাভাবিক বলে জনমনে প্রস্ন দেখা দিয়েছে । বর্তমানে এ বিষয় ঘিরে এলাকার জনমনে রহস্যের গুজ্ঞন চলছে।

তালা থানা পরিদর্শক (ওসি) মোঃ মেহেদী রাসেল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানান হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন