হোম অন্যান্যসারাদেশ তালায় কলেজ ছাত্রীর আত্মহনন

নিজস্ব প্রতিনিধি :

তালায় সায়লা পরভিন হিরামনি (১৭) নামের এক কলেজ ছাত্রীর আত্মহননের খবর পাওয়া গেছে । নিহত সায়লা তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামের নুরুজ্জামান শেখের মেয়ে ও তালা মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

তেতুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান জানান, রবিবার বিকালে ঘরের মধ্যে হিরামনির ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন । পরে বিষয়টি থানা পুলিশকে জাননো হয়। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে সেটি এখনও জানা যায়নি।

তালা থানা পরিদর্শক আবু জিহাদ ফকরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন