হোম অন্যান্যসারাদেশ তালায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

তালায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

কর্তৃক
০ মন্তব্য 171 ভিউজ

কিশোর কুমার, তালা :
তালায় জ্বর,সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মোঃ মহিউদ্দীনগাজী (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন তালা সদরইউনিয়নের বারুইহাটী গ্রামের মৃতঃ সরফুদ্দীন গাজীর ছেলে। শনিবার (২৫জুলাই) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। এদিকে গত ২৬ জুন সকালে তার আপন ভাই মোঃ বজলুর রহমান গাজী (৪৮) করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই মারা যান।

নিহত ব্যক্তির ছোট ভাই শহিদুল ইসলাম জানান, বড় ভাই মহিউদ্দীন গাজী ছিলেন তালার একজন ক্ষুদ্র ব্যবসায়ী। কয়েকদিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টেভুগছিলেন । হাঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে আজ শনিবার(২৫জুলাই) সকালে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে হাসপাতালে চিকিৎসাধীন তিনি অবস্থায় মারা যান।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান,জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তালা উপজেলার বারুইহাটী গ্রামের মোঃ মহিউদ্দীনগাজী শনিবার সকালে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েকঘন্টা পর তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানানহাসপাতালের তত্বাবধায়ক। রিপোট এখনও পাওয় যায়নি। তবে তার বাড়ি লকডাউন করা হবে ও লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন