হোম অন্যান্যসারাদেশ তালায় এক আশিদ্ধো বৃদ্ধার আত্মহত্যা

তালায় এক আশিদ্ধো বৃদ্ধার আত্মহত্যা

কর্তৃক
০ মন্তব্য 114 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
তালার বালিয়াদা গ্রামের গোলজান বিবি (৮৫) নামে এক আশিদ্ধো বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে । তিনি বালিয়াদহ গ্রামে মৃত রহিম গাজীর স্ত্রী।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার মাগুরা ইউনিয়নে বালিয়াদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গোলজান বিবি কিছুদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন। আজ সকালে তিনি নিজ ঘরের আঁড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। অতপর স্থানীয়রা দেখতে তার লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

তালা থানার ওসি মেহেদী রাসেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সুরতাল রিপোট শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন