আজ ৪ টা মে।২০০৪ সালের এ দিনে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা বি,এন,পি-র সভাপতি এ বি,এম আলতাফ হোসেন কে পাটকেলঘাটা বাজারের পাঁচরাস্তা মোড়ে রাতে সন্ত্রসীরা বোমা ছুড়ে হত্যা করে।এ সময় এক বি,এন,পি কর্মি হাবিবুর রহমানও নিহত হয়।দিনটি উপলক্ষে তালা উপজেলা বি,এন,পি-সহ অঙ্গ সংগঠনের নেতারা মহান এ মানুষটির মৃত্যু বার্ষিকী পালন করলেও করোনার কারনে সব কর্মসুচি স্থগিত করছেন বর্তমান উপজেলা বি,এন, পি নেতা মৃর্নাল কান্তি রায়।এ বিষয়ে শহীদ এ বি এম আলতাফ হোসেনের পুত্র খালিদ আহম্মেদ পিতার বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি
পূর্ববর্তী পোস্ট