হোম অন্যান্যসারাদেশ তালার খলিষখালীতে মাতৃত্বকালীন ভাতার অর্থ প্রদান

তালার খলিষখালীতে মাতৃত্বকালীন ভাতার অর্থ প্রদান

কর্তৃক
০ মন্তব্য 147 ভিউজ

কিশোর কুমারঃ

তালার খলিষখালীতে সামজিক দুরুত্ব বজায় রেখে মাতৃত্বকালীন ভাতার টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৯মে) সকালে খলিষ খালী সোনালী ব্যাংক শাখা ককর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদের সামনে অস্বচ্ছল হতদরিদ্র তালিকাভুক্ত ৮৪ জন নারীকে মাতৃকালিন ভাতার ৬ লাখ ৪ হাজার ৮‘শ টাকা নগদ অর্থ প্রদান করেন।খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান জানান, কার্ডধারীরা প্রত্যেক মাসে ৮‘শ টাকা করে প্রথম কিস্তিতে নয় মাসের ৭২০০ টাকা সরকারী মাতৃকালিন ভাতা পেয়েছে। এছাড়া তারা প্রতিমাসে ৮‘শ টাকা করে প্রত্যেকে ৩৬ মাসে ২৮ হাজার ৮‘শ টাকা ভাতা পাবেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ইউপি সদস্য ওসমান শেখ, জালাল মোড়ল, তপন বাছাড় , সচিব শহিদুল ইসলাম, খলিষখালী সোনালী ব্যাংক ম্যানেজার জাদবেন্দ্র শীল প্রমুথ

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন