হোম অন্যান্যসারাদেশ তালার খলিষখালীতে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের  উদ্যোগে ত্রান বিতরন

তালার খলিষখালীতে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের  উদ্যোগে ত্রান বিতরন

কর্তৃক Editor
০ মন্তব্য 109 ভিউজ
নিজস্ব প্রতিনিধিঃ
তালার খলিষখালীতে ন্যাজ্যারীন মিশনের   উদ্যোগে ত্রান সামগ্রী  বিতরন কর্মসূচি অনুষ্টিত হয়েছে।  সোমবার (৩০নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার খলিষখালী ইউনিয়নের কাদিকাটি সিডিসি কেন্দ্রে কোভিট-১৯ উপলক্ষ্যে উক্ত  ত্রান সামগ্রী  বিতরন করা হয়। এ সময় ৩৮টি দুস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী তুলে দেওয়া   হয়।
অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সিডিসি তালা  প্রকল্পের ব্যাবস্থাপক মিঃ নরেশ মণ্ডল,  প্রতিষ্ঠানের সি এফ মিঃ উত্তম দাশ,  সি. ডি. সি কেন্দ্রের কেয়ার গিভার সাইমন সরকার, প্রভাতী সরকার প্রমূথ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন