নিজস্ব প্রতিনিধি :
তালার খলিষখালীতে ডালিম রানী মন্ডল (৫৫), নামে এক গৃহবধু কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আত্মহনন কারী ডালিম রানী মন্ডল উপজেলার খলিষখালী ইউনিয়নের বাগডাঙা গ্রামের শ্যামল মন্ডলের স্ত্রী। ব্যাক্তি গত জীবনে তিনি ১ছেলে ও ১মেয়ের জননী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য পংকজ রায় জানান, ডালিম রানী মন্ডল দীর্ঘযাবৎ শারিরিক অসুস্থতার কারনে মানসিক ভাবে বিধ্বস্ত ছিল। মঙ্গলবার (৯মার্চ)বিকাল সাড়ে তিনটার দিকে সে হঠাৎ বাড়িতে থাকা কীটনাশক ঔষধ(বিষ) পান করে বসে । বিষয়টি তার পরিবারের লোকজন বুঝতে পেরে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে দলুয়া কলেজের সামনে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানা পরিদর্শক (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান,এই ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্যের অনুরোধে লাশ দাফনের করতে বলা হয়েছে।
s