নিজস্ব প্রতিনিধি :
তালার খলিষখালীতে নতুন করে এক জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। আক্রান্ত ঐ ব্যাক্তি তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের দুধলী গ্রামের মৃত আদম মোড়লের ছেলে সওরাব মোড়ল(৩৮)। জানা যায়, বেশ কয়েকদিন যাবত তিনি সর্দি জ্বর শাসকষ্ট সহ নানা উপসর্গে ভুগেছিলেন।
গত তিন দিন আগে তিনি নমুনা দিয়ে আসেন। আজ তার রেজাল্ট পজেটিভ আসে। তালা স্বাস্থ্য বিভাগ আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। খলিষখালী ক্যাম্প ইনচার্জ এস আই নিখিল বিশ্বাস জানান, আক্রান্ত ঐ ব্যাক্তির বাড়ি সহ আশেপাশের ৫ বাড়ি লকডাউন করা হয়েছে। এসময় তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে সতর্ক থাকার আহবান জানান।