কিশোর কুমার…
তালা উপজেলার খলিষখালীতে ১ দিনের ব্যবধানে ২ জন গৃহবধূর করোনা সনাক্ত হয়েছে বলে জানা গেছে । সোমবার (৮জুন) তালা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ঐ গৃহবধূ তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের আলামিন শেখের স্ত্রী আসমা বেগম(২৩)।
জানা যায়,বেশ কিছুদিন যাবত আসমা বেগম জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। গত তিনদিন আগে তিনি চিকিৎসার জন্য সাতক্ষীরার মেডিকেল কলেজে চিকিৎসার জন্য যান। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসি আর ল্যাবে পাঠান হয়। আজ সকালে তার রেজাল্ট পজেটিভ আসলে পুলিশ তার বাড়ি সহ ১০ লকডাউন ঘোষণা করে।
খলিষখালী ক্যাম্প ইনচার্জ এস আই নিখিল বিশ্বাস জানান, আক্রান্ত ঐ গৃহবধূ বাড়ি সহ ১০বাড়ি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এলাকায় গন সচেতনতায় নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিশেষে তিনি বলেন, যে কোন পরিস্তিতে জনগণের সুরক্ষায় ও জানমালের নিরাপত্তায় পুলিশ সবসময় আছে।