হোম জাতীয় তালায় সি আর দত্ত স্মরনে মানববন্ধন অনুষ্ঠিত

তালায় সি আর দত্ত স্মরনে মানববন্ধন অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 93 ভিউজ
নিজস্বঃ প্রতিনিধিঃ
তালায়  বীর উওম খেতাপ প্রাপ্ত (অবঃ) মেজর জেনারেল সিআর দত্ত স্মরনে নিরব মানববন্ধন পালিত  হয়েছে।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে তালা প্রেসক্লাবের সামনে  উপজেলা   হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ঘােষ স্বরজিত কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রজীৎ দাশ বাপি’র পরিচালনায় উক্ত
মানববন্ধনে উপস্থিত  ছিলেন, তালা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা  পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনব ঘােষ বাবলু, অধ্যক্ষ রাম প্রসাদ দাস, সংকর কুমার দাস, প্রকাশ দালাল, দেবাশিষ রায়, কার্ত্তিক রায়, মনােরঞ্জন মন্ডল প্রমূখ।এসময় উপস্তিত  নেতৃবৃন্দ সিআর দওে’র মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেন।  জানা যায়,সি,আর দত্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ  খ্রীষ্টান ঐক্য পরষিদরে প্রতিষ্ঠাতা সভাপতি  ছিলেন। মহান স্বাধীনতার  সময় ৪ নং সেক্টরের  মুক্তিযোদ্ধা কমান্ডারের দ্বায়িক্তে ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন