নড়াইল প্রতিনিধিঃ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নড়াইলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ ডিসেম্বর বিকালে সদর থানার মাইজপাড়া ইউনিয়ন কৃষক দলের আয়োজনে মাইজপাড়া ডিগ্রি কলেজের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাইজপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি এস এম স্বপন বাবলুর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বি এন পির সহ সভাপতি এম জাকারিয়া মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বি এন পির যুগ্ম সম্পাদক এডঃ মাহাবুব মুর্শেদ জাপল, জেলা কৃষক দলের আহবায়ক মোঃ নবীর হোসেন, সদস্য সচিব এনামুল কবীর চন্দন,সদর উপজেলা কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম,সদস্য সচিব মোহাম্মাদ নেওয়াজ প্রমুখ। সমাবেশের শুরুতে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্ধোধন করেন জেলা কৃষক দলের আহবায়ক মোঃ নবীর হোসেন।
বক্তগন বলেন, শহীদ জিয়া দেশে খাল কেটে ধানের ফলন বাড়িয়ে দেশে কৃষি বিপ্লব ঘটিয়ে ছিল। এরপর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের খাজনা মওকুফ করে। কৃষকরা হলো দেশের মেরুদন্ড, দেশের কৃষকরা বাচলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এ কারনে তারেক জিয়া বলেছেন, আগামীতে বি এন পি রাষ্টীয় ক্ষমতায় আসলে কৃষকদের জন্য কৃষি কার্ডের প্রচলন করবে। সমাবেশ শেষে ইউনিয়ানের শ্রেষ্ট ৯ জন কৃষকের মাঝে ক্রেস্ট বিতারণ করা হয়।