হোম এক্সক্লুসিভ তারেক রহমানের বক্তব্য সরানোর নির্দেশ রাজনৈতিক পক্ষপাতমূলক: রিজভী

রাজনীতি ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে উচ্চ আদালতের দেয়া নির্দেশনা রাজনৈতিক পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৮ আগস্ট) বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, আদালতকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। তারেক রহমানের বক্তব্য সরানোর নির্দেশনা তারই বহিঃপ্রকাশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৮ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

পরে আইনজীবীরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেক রহমানের সব বক্তব্য সরাতে বিটিআরসিকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন হাইকোর্ট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন