মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মোংলার দৃষ্টি প্রতিবন্ধী ঐতি রায়কে উচ্চ শিক্ষা সহায়তা (নগদ অর্থ) প্রদাণ করেছেন বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার বেলা ১১টায় উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়ার বালুর মোড় এলাকার ঐতি রায়ের বাড়ীতে যান বিএনপি নেতা লায়ন ফরিদ। এ সময় তিনি ঐতির লেখাপড়ার খোঁজ খবর নেন। পরে তারেক রহমানের পক্ষ থেকে তিনি ঐতির পড়ালেখার জন্য নগদ অর্থ সহায়তা প্রদাণ করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ অন্যান্যরা।
ঐতি রায় শিশুকাল থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। সে তার মা ও স্কুলের শিক্ষকদের সাহায্য নিয়ে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ঐতি লেখাপড়া ছাড়েননি। অদম্য ইচ্ছা নিয়ে এগিয়ে চলছে সামনের দিকে। ঐতি এখন মোংলা সরকারী কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ঐতির বাবা একজন দিনমজুর।
এদিকে ঐতি লেখাপড়ার জন্য তারেক রহমানের শিক্ষা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমাজে আরো অবহেলিত মেধাবী শিক্ষার্থী রয়েছে। দল, সমাজ ও রাষ্ট্র তাদের পাশে দাঁড়ালে তারাও তাতে আশার আলো দেখতে পাবেন।