হোম খুলনাসাতক্ষীরা তারেক রহমানকে ঐতিহাসিক সম্বর্ধনা দিতে সাতক্ষীরা থেকে ঢাকামুখী ২০ হাজার বিএনপি নেতাকর্মী

তারেক রহমানকে ঐতিহাসিক সম্বর্ধনা দিতে সাতক্ষীরা থেকে ঢাকামুখী ২০ হাজার বিএনপি নেতাকর্মী

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঐতিহাসিক সম্বর্ধনা জানানোর লক্ষ্যে সাতক্ষীরা জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে সাতক্ষীরা শহরের আমতলা মোড়কে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী নির্ধারিত যাত্রাস্থলে জড়ো হন। পরে বাস ও মাইক্রোবাসযোগে তারা ঢাকার পথে রওনা দেন।
জেলা বিএনপির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপির দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা, যা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রতিফলন ঘটায়।
এ বিষয়ে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার আলী বলেন,
“দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সাহসী ও দূরদর্শী নেতৃত্ব দিয়েছেন, তা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ঐতিহাসিক সম্বর্ধনা কর্মসূচি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
তিনি আরও বলেন,
“সাতক্ষীরা জেলা থেকে ২০ হাজারেরও বেশি নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বিএনপির সাংগঠনিক ঐক্য ও শক্তি আগের চেয়ে আরও সুদৃঢ় হয়েছে। তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে—এই প্রত্যাশা নিয়েই নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন